নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বাংলার মানুষের একেবারে দুয়ারে অর্থাৎ পাড়ায় পাড়ায় সুযোগ-সুবিধা পৌঁছে দিতে ২০২০ সালের ১ ডিসেম্বর ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে চারটি পর্যায়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম পর্যায়ে ১ নভেম্বর থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে এই কর্মসূচি। চলবে টানা একমাস,৩০ নভেম্বর পর্যন্ত। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী।
এবারের কর্মসূচিতে ২৫টি বিষয় নিয়ে রাজ্যের নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে । আর এইসব পরিষেবা নাগরিকদের দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে জেলাশাসক-সহ সব সরকারি আধিকারিকদের বিশেষভাবে তদারকি করতে হবে। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আসন্ন ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে জরুরী বৈঠক করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুন প্রসাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। জেলার দুয়ারের সরকার প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকদের এবং জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তাঁরা।
জেলাশাসক এস অরুন প্রসাদ জানিয়েছেন ‘দুয়ারে সরকার’ শিবির গুলিতে যাতে কোনও অসুবিধায় না পড়ে সাধারণ মানুষ এবং পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন সে বিষয়ে তৎপর জেলা প্রশাসন। পাশাপাশি যাতে দ্রুত উপভোক্তাদের কাজ হয় সে বিষয়েও নজরদারি বাড়ানো হবে।