eaibanglai
Homeএই বাংলায়কালী পুজোর আগেই বাজনা নিয়ে মেতে উঠল কচিকাচারা

কালী পুজোর আগেই বাজনা নিয়ে মেতে উঠল কচিকাচারা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মঙ্গলকোটঃ- কয়েক ঘণ্টা পর কালীপুজো। রাতের অন্ধকার দূর করতে কোথাও জ্বলে উঠবে প্রদীপ, কোথাও বা মোমবাতি। এখন অবশ্য টুনি লাইটের দাপট বেশি। তার আগেই আনন্দে মেতে উঠল রাজা, দীপ, দেকুমার, শুভজিৎ, অভিজিৎ, আকাশরা। ওরা পশ্চিম মঙ্গলকোটের রামনগরের বাসিন্দা।

ওদের কেউ পঞ্চম কেউ বা সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। বর্তমান প্রজন্মের অধিকাংশ যখন মোবাইল ফোনে আসক্ত ওরা তখন মনের আনন্দে বাজনা বাজাচ্ছে। কালীপুজোর সময় পাড়ার ঠাকুর তলায় ওদের যে বাজাতে হবে । এরজন্য ওরা কোনো অর্থ পায়না, আনন্দটা ওদের প্রধান পাওনা। অতিরিক্ত হিসাবে জোটে মানুষের ভালবাসা।

পাড়ার নান্তু দাসের কাছে জানা গেল – গত দু-তিন বছর ধরে দেখছি কালীপুজোর আগে থেকেই ওরা গ্রামের শ্মশানের কাছে রোজ রেওয়াজ করে। যদিও ওরা কার কাছ থেকে বাজাতে শিখেছে সেটা নান্তু বলতে পারল না।

প্রশ্ন করতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল পঞ্চম শ্রেণির ছাত্র আকাশের। সে বলল – ভাল লাগে তাই বাজায়। গ্রামের বাইরে বলে কারও অসুবিধা হয়না। এটুকু বলেই আবার সে নিজের কাজে মন দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments