সংবাদদাতা,আসানসোলঃ– কর্তব্যরত ট্রাফিক পুলিশকে রীতিমতো হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। এমনই ছবি ধরা পড়েছে আসানসোলে। যেখানে আসানসোলের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম সোরেন আসানসোলের কাল্লা মোড়ের ট্রাফিক কিয়স্কে ঢুকে সেখানে কর্মরত এক ট্রাফিক পুলিশকে রীতিমতো হুমকি দিয়ে বলছেন, তোলাবাজি বন্ধ করুন। না হলে মেরে গুটিয়ে দেব। চাকরি করতে এসেছেন চাকরি করুন। বেশি হনু হয়ে গেছেন! কিছু বলি না বলে যা খুশি তাই? একদম চুপ। একদম চুপ। চুপ করে বসুন। গরিব মানুষের থেকে শুধু ফাইন ? তোলাবাজি ?”
তবে হুমকি দেওয়ার কথা স্বীকারও করে নিলেও উল্টে ওই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলার। তাঁর দাবি হেলমেট থাকা সত্ত্বেও আসানসোল পৌরসভার ১৫ ওয়ার্ডের সাফাই কর্মীদের সুপারভাইজার বাবলু সোরেনকে হাজার টাকার চালান কাটেন কর্তব্যরত ওই ট্রাফিক পুলিশ। এমনকি ওই এলাকার বহু মানুষ কাল্লা মোড়ের ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে তোলাবাজি ও হেনস্থার অভিযোগ করেছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি চালান কাটা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এলাকার খেটে খাওয়া মানুষ যাঁরা দিনে দেড়শো টাকা হাজিরা পায়, তাঁদের কাছ থেকে হাজার টাকার চালান কাটলে তাঁরা সংসার চালাবেন কি করে?”
অন্যদিকে সুপাইভাইজার বাবলু সোরেন জানান এদিন তিনি বাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। কাল্লা মোড়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ফোন আসায় তিনি হেলমেট খুলে গাড়িতে রেখে কথা বলছিলেন। সেই সময় তাঁকে হেফাজতে নিয়ে হেলমেট না পরার জন্য চালান কাটেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী।
পুরো বিষয়টি নিয়ে এদিন রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।