সংবাদদাতা, বাঁকুড়া, আসানসোলঃ– কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। এ বছর তিথি অনুযায়ী ভাইফোঁটা পড়েছে দু’দিন। পঞ্জিকা অনুসারে, ২৬ অক্টোবর দুপুর ২টো ৪৩ মিনিট থেকে ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে ভাইফোঁটার তিথি। এর মাঝে যেকোনও সময় নেওয়া যাবে ফোঁটা। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেয়। কথিত আছে, ভাই ফোটার দিন তিলক লাগালে ভাইয়ের দীর্ঘায়ুর পাশাপাশি সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
এদিন রাজ্য জুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা। বোনেরা ভাই ও দাদাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দিচ্ছেন, মিষ্টি মুখ করাচ্ছেন। পাশাপাশি ভাই-বোন ও দাদা-বোনেদের মধ্যে চলছে উপহার আদান প্রদান ও খাওয়া দাওয়ার পালা। এদিন আসানসোলের চেলিডাঙার আদি বাড়িতে ভাইফোঁটার আয়োজন হয়েছিল রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের জন্য। সেখানে দিদি ও বোনদের কাছে ফোঁটা নেন মন্ত্রী ।পাশাপাশি আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকও দিদি ও বোনদের কাছে ফোঁটা নেন। এদিন সকলকে ভাইফোঁটার শুভেচ্ছা জানান মন্ত্রী মলয় ঘটক।
অন্যদিকে এদিন সকাল সকাল বোনেদের হাতে ফোঁটা নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। বাঁকুড়া শহরের লোকপুরের বাড়িতে হয়েছিল ভাইফোঁটার আয়োজন। ডাঃ সুভাষ সরকারের বোনেরা দাদার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁকে ফোঁটা দেন। সঙ্গে ছিল ভুরিভোজের আয়োজন। সুভাষবাবু জানান, ভাইফোঁটা উপলক্ষ্যে নানান ধরণের মিষ্টি ও বাঙ্গালির অন্যতম প্রিয় পদ ইলিশের আয়োজন হয়েছে।
অন্যদিকে ভাইফোঁটার পরিত্র দিনে হিন্দু বোনের হাতে ভাইফোঁটা নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন সোনামুখী ব্লকের ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল । এদিন ডিহিপড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা শিলা ভান্ডারী ধানশিমলাতে ইউসুফ মণ্ডলের বাড়িতে গিয়ে ভাইফোঁটা দেন। বোন শিলা ভান্ডারীকে মিষ্টিমুখ করান দাদা ইউসুফ মণ্ডল। পাশাপাশি বোনের হাতে তুলে দেন সুন্দর উপহারও।