সংবাদদাতা,বাঁকুড়াঃ- একই রাতে তিনটি কালীবাড়ি থেকে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে ফের চুরির ঘটনা বাঁকুড়ায়। এবার ৪৫ ভরি রুপোর গহনা নিয়ে চম্পট দিল চোরের দল। এবারের চুরির ঘটনা ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার আহেরের পাল এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহেরের পাল এলাকায় লোহ পরিবারের একটি পারিবারিক কালী মন্দির রয়েছে । এই কালী মন্দিরে কালী প্রতিমা বিসর্জন করা হয় না । কালী পুজো উপলক্ষে মা কালীকে ৪৫ ভরি রুপো ও কিছু সোনার গহনা পরানো হয়েছিল । গতকাল গভীর রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে এই মন্দিরে হানা দেয় চোরের দল । এরপর মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সমস্ত রুপোর গহনা চুরি করে চম্পট দেয় । আজ বেলার দিকে মন্দির পরিস্কার করতে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । মায়ের গায়ের সমস্ত গয়না উধাও। এরপরই কোতুলপুর থানার দ্বারস্থ হয় পরিবার । অন্যদিকে অভিযোগ পেয়েই ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত দিন দুয়েক আগে বাঁকুড়ার সোনামুখী পৌরশহরে একই রাতে দুটি পারিবারিক কালী মন্দিরে ও একটি বারোয়ারি মন্দিরের হানা দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরজুড়ে। রাতে শহরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলেন শহরবাসী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কালী প্রতিমার গয়না চুরি করে পাললো চোরের দল।