eaibanglai
Homeএই বাংলায়ছটের উপহার তুলে দিয়ে ভোট প্রার্থনা বিজেপি বিধায়কের, কটাক্ষ তৃণমূলের

ছটের উপহার তুলে দিয়ে ভোট প্রার্থনা বিজেপি বিধায়কের, কটাক্ষ তৃণমূলের

সংবাদদাতা,বাঁকুড়া:- গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ঢের বাকি। এখনও ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষন। ঘোষণা হয়নি রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। কিন্তু এরই মধ্যে ছটকে সামনে রেখে রীতিমতো প্রচারে নেমে পড়েছেন বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। রবিবার সকালে রামসাগরে বসবাসকারী হিন্দিভাষী মানুষের দরজায় দরজায় ছটের উপহার পৌঁছে দিয়ে রামসাগর অঞ্চলে বিজেপির পঞ্চায়েত গঠনের আবেদন জানালেন তিনি।

প্রার্থী তালিকা ঘোষণা না হলেও রামসাগরের সিংহাটি এলাকায় হিন্দী ভাষী মানুষের ভোট ব্যাংক নিজের দখলে রাখতে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে উপহার তুলে দেওয়ার মধ্য দিয়েই পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, এই বিধানসভা এলাকার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে,পঞ্চায়েত নির্বাচনেও মানুষ পদ্ম ফুলে বিশ্বাস ও ভরসা রাখবে।

অন্যিদকে বিজেপি বিধায়কের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন, যারা দুর্গাপুজোয় গান্ধীজিকে অসুর বানান আবার তারা ছট পূজায় উপহার দেন। এটা উপহাস ছাড়া কিছুই নয় ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments