সংবাদদাতা, বাঁকুড়া:- কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন সোনামুখীর এক শ্রমিক। সোমবার প্রায় ১৪ বছর পর বাড়ি ফিরলেন তিনি। এক যুগেরও বেশী সময় পর বাড়ির ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের মানুষ।
জানা গেছে, সোনামুখী পৌর শহরের কৃষ্ণবাজার এলাকার বাসিন্দা চন্দন ধীবর কাজের সন্ধানে চেন্নাইয়ে পাড়ি দিয়েছিলেন বছর ১৪ আগে। কিন্তু সেখানে কোনও কাজ জোগাড় করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন। তখন স্থানীয় একটি স্বেচ্ছেসেবী সংস্থা তাকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেয়। পরে শ্রদ্ধা ফাউন্ডেশন মুম্বাই কার্জাট নামে মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের কাছে থেকে চন্দন ধীবরকে মুম্বইয়ে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা করায়। কিছুটা সুস্থ হতে নিজের নাম ও বাড়ির ঠিকানা বলতে সমর্থ হন চন্দন। এরপরই তাকে বাড়ি ফেরাতে উদ্যোগ শুরু করে মুম্বাইয়ের সংস্থাটি এবং সংস্থার এক বাঙালি কর্মী সমর বসাকের সহযোগিতায় তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে দীর্ঘ চৌদ্দ বছর পর চন্দন ধীবরকে ফিরে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর পরিবারের সদস্যরা।