নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উঠলো ‘চোর,চোর…’ স্লোগান। দেখানো হলো কালো পাতাকা। “এই কর্মচারীদের মালকিনকে হারিয়েছি। এসব কালো পতাকা টতাকা দেখানো কে আমি ভয় পাই না” বলে প্লাটা আক্রমণ করলেন শুভেন্দুও। পাশাপাশি হুঁশিয়ারি দেন স্থানীয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও।
প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের এসবি মোড় এলাকায় স্থানীয় একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। পথে দুর্গাপুর ব্যারাজের কাছে কয়েকজন ব্যক্তি শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর সাথে সাথে তাঁর বিরুদ্ধে চোর স্লোগান দিয়ে বলতে থাকেন, “চোর চোর চোরটা, শিশির অধিকারীর ছেলেটা।” পরে পুলিশ গিয়ে কালো পতাকা সরিয়ে দেয়। এরপরই জগদ্ধাত্রী পুজোর মঞ্চ থেকেই নাম না করে শাসক দলের বিরদ্ধে তোপ দাগেন বিরোধী দল নেতা। কালো পতাকা দেখানো ও চোর স্লাগান দেওয়া ব্যক্তিদের ইঁদুরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ওইসব চুহাদের সাহস আছে নাকি সামনে আসার। ওই কেষ্ট গেছে ওদের বাপ গেছে। এবার নরেন আর হরে রাম যাবে।” পাশাপাশি দুর্গাপুরের পুরনির্বাচন নিয়েও শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার পঞ্চায়েত ভোটে জনগণই অস্ত্র। তাঁরাই রিগিং রুখবেন, প্রতিরোধ করবেন। যা আসানসোল লোকসভা উপনির্বাচনে বারাবনি পাণ্ডবেশ্বর ও জামুরিয়ার লোক দেখেছে। ” অন্যদিকে মঞ্চে উপস্থিত আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির শাসক দলের বিরুদ্ধে এক হাত নিয়ে বলেন, ” পুরসভা ভোটে বোঝা যাবে, কার ব্যাটারিতে কত দম।”
সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোর মঞ্চ থেকেই আসন্ন দুর্গাপুর পুরসভার নির্বাচনের দামামা বাজিয়ে দিল বিজেপি। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।