নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুজো কালীপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও সমান ভাবে মেতে উঠে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষজন। শিল্পাঞ্চল জুড়ে বেশ কয়েকটি ক্লাব ও সংস্থা জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে আসছে বহু বছর ধরেই। তাদের মধ্যে অন্যতম দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন এডিশন রোডের ‘বন্ধু সবাই’ ক্লাবের জগদ্ধাত্রী আরাধনা। এবার ২৫ বছরে পদার্পণ করেছে এই ক্লাবের পুজো। রজত জয়ন্তী বর্ষে থিমের সাজে সেজে উঠেছে পুজো প্যাণ্ডেল। এবারে পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘ট্রাইবাল’। পুজো প্যাণ্ডেল জুড়ে ট্রাইবাল থিমে রঙের ছড়াছড়ি ও আলো ছায়ার খেলা নজর কেড়েছে। মূর্তিতেও রয়েছে থিমের ছোঁয়া। ইতিমধ্যেই অভিনব এই থিমের সাজে সুসজ্জিত প্যাণ্ডেল ও প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন শহরের মানুষ।
মঙ্গলবার পুজোর উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী ও স্থানীয় তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় (জহর)।
সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চার দিন ধরে চলে পুজো। প্রতি বছর দশমীর দিন ক্লাবের পক্ষ থেকে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় এবং কয়েক হাজার মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন। এবছরও ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সদস্যরা।