eaibanglai
Homeএই বাংলায়ভুয়ো জব কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু

ভুয়ো জব কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু

সংবাদদাতা, কাঁকসাঃ- অনেক সময়ই জব কার্ড নিয়ে নানা অভিযোগ ওঠে। ভুয়ো জব কার্ড নিয়ে যেমন অভিযোগ ওঠে তেমনি কোনও উপভোক্তার মৃত্যুর পরও তার জব কার্ডের মাধ্যমে সুবিধা ভোগের অভিযোগ ওঠে। আবার জব কার্ডের মাধ্যমে বহিরাগতরা কাজ করেও টাকা পান বলে অভিযোগ। জব কার্ড নিয়ে এমন নানা অভিযোগের তদন্ত ও সমাধান করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত পঞ্চায়েতে শুরু হয়েছে জব কার্ড ভেরিফিকেশনের কাজ।

শুক্রবার থেকে কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়েছে এই প্রক্রিয়া । এদিন সকাল থেকে পঞ্চায়েত অফিসের বাইরে দেখা যায় লম্বা লাইন। লম্বা লাইনে দাঁড়িয়েও উপভোক্তারা জানালেন সরকারের এই উদ্যোগে তারা খুশি। উপভোক্তারা জানান অনেকসময় কাজ না করেও টাকা পেত অনেক উপভোক্তা আবার অনেক মৃত উপভোক্তার জব কার্ড থাকায় কেন্দ্রের বাড়ি নির্মাণের টাকা পেয়ে যেত। এই ধরণের ভেরিফিকেশন প্রক্রিয়া চললে যারা সঠিক উপভোক্তা শুধু তারাই সুবিধা পাবে

অন্যদিকে এই বিষয়ে বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর জানান, সরকারি নিয়ম অনুসারে এই কাজ শুরু হয়েছে। ভুয়ো জব কার্ড থাকলে সেগুলি বাতিল করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments