নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের সন্নিকটে কাঁকসা এলাকার আন্ডারপাস থেকে গতকাল গভীর রাত্রে এক ব্যক্তিকে সন্দেহভাজন ভাবে ঘোরা ফেরা করতে দেখে আটক করে টহলরত কাঁকসা থানার পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে চারচাকা গাড়িতে প্রেস স্টিকার লাগানো স্করপিও গাড়ির মালিক নিজেকে একজন সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দেয়। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি কোন বৈধ প্রমাণ দেখাতে পারেননি। ধৃত ওই ব্যক্তির নাম দীনেশ জানা ও তিনি হাওড়ার বাসিন্দা বলে জানা গেছে সূত্র মারফত ।
গাড়িতে ‘প্রেস’ স্টিকার সেঁটে এলাকায় কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল সে। গাড়িটিকেও আটক করেছে পুলিশ। সূত্রে মারফত জানা গিয়েছে, দীনেশ জানা কাঁকসার বিডিও অফিস মোড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েকদিন ধরে ছিলেন। শুক্রবার কাঁকসা থানার পুলিশ তাকে দুর্গাপুর আদালতে বিচারকের কাছে পেশ করলে বিচারক ধৃত দীনেশ জানাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাইরে থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে এইভাবে প্রেস লেখা গাড়ি নিয়ে কেন ধৃত দীনেশ জানা ঘোরাঘুরি করছিল এলাকায়,তা তদন্ত করে দেখছে কাঁকসা থানার পুলিশ।