সংবাদদাতা,আসানসোলঃ– শুক্রবার রাতে অ্যাসিডের ট্যাঙ্কার লিক করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত এলাকায়। জানা গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতার উদ্যেশে যাচ্ছিল একটি ট্যাঙ্কার। পথে বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুড়ডিহি চেকপোষ্টের কাছে ট্যাঙ্কারের চালক লক্ষ্য করেন ট্যাঙ্কার থেকে অ্যাসিড লিক করছে। বিষয়টি নজরে আসতেই বিপদের আশঙ্কা করে তড়িঘড়ি ওই ট্যাঙ্কারটিকে চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া রেল ব্রিজের নিচে ফাঁকা যায়গায় দাঁড় করিয়ে দেন চালক। এরপরই ওই এলাকা অ্যাসিডের ঝাঁঝালো ধোঁয়ায় ভরে যায়। খবর যায় চৌরাঙ্গি ফাঁড়িতে। খবর পেয়ে চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জী ঘটনাস্থলে পৌঁছন এবং দমকলে খবর দেন। এরপর দমকল ও চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ একযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়াস চালায়। অ্যাসিডের ধোঁওয়া ও ঝাঁঝালো গন্ধে রীতিমতো অসুবিধায় পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত ট্যাংকার থেকে সমস্ত অ্যাসিড খালি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
চালক বুদ্ধি করে ট্যাঙ্কারটি জাতীয় সড়ক থেকে সরিয়ে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড় করানোয় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকই। কারণ সঠিক সময়ে ট্যাঙ্কারটি খালি না করলে বড়সড় বিপদ ঘটে যেত পারতো বলেই ধারণা।