eaibanglai
Homeএই বাংলায়যাত্রীবাহী বাসে চড়ে জনসংযোগ মন্ত্রী মশাইয়ের

যাত্রীবাহী বাসে চড়ে জনসংযোগ মন্ত্রী মশাইয়ের

সংবাদদাতা,বাঁকুড়া:- আগামী বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই ইতিমধ্যেই নির্বাচনের তোরজোড় শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। আর এই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই অভিনব উপায়ে জনসংযোগে নেমে পড়লেন বাঁকুড়ার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

শনিবার সকালে নিজের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ছেড়ে মন্ত্রী মশাই একেবারে উঠে পড়েন বেসরকারি যাত্রী বাসী বাসে। এবং ওই বাসে করে জেলার জঙ্গল মহলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন সকাল ৮ টা ৪৫ নাগাদ বাঁকুড়া শহরের গোবিন্দ নগর বাসস্ট্যাণ্ড থেকে ওই বাস ছাড়ে। এরপর বাসটি ধলডাঙ্গা, পুয়াবাগান, শুনুকপাহাড়ি, বাংলা, ভেদুয়াশোল, গোবিন্দপুর, হাতিরামপুর, সুপুর, খাতড়া পাম্প মোড়, আখখুটা, রানীবাঁধ হয়ে ঝিলিমিলি পৌঁছায়। দীর্ঘ এই যাত্রাপথে তিনি কথা বলেন বাসযাত্রীদের সঙ্গে।

ডাঃ সুভাষ সরকার এদিনের এই অভিনব বাসযাত্রা প্রসঙ্গে বলেন, প্রতিটি স্টপেজেই সংশ্লিষ্ট এলাকার মানুষ তাঁদের পঞ্চায়েতের অভিযোগ, দুর্নীতির কথা আমাকে জানাতে পারবেন। আর এই বাসে অনেক মানুষ উঠবেন, ফলে তাদের সঙ্গে কথা বলে একেবারে তৃণমূল স্তরের বিষয়ে জানা যাবে। আর এই অভিজ্ঞতা থেকেই তাঁরা পঞ্চায়েত নির্বাচনের ‘রণকৌশল’ ঠিক করবেন বলেও তিনি জানান।

অন্যিদকে কেন্দ্রীয় মন্ত্রীকে একেবারে সহযাত্রীকে হিসেবে পেয়ে খুশী হন বাসের যাত্রীরাও। বাসের এক যাত্রী টুম্পা পাণ্ডে বলেন, আমাদের সাথে মন্ত্রী মশাই বাসে যাচ্ছেন, এটা অত্যন্ত আনন্দের, গর্বের। আমার ও আমার দুই মেয়ের সাথে তিনি কথা বলেছেন ও পড়াশুনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments