নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– গোপন সূত্রে খবর পেয়ে রীতিমতো অভিযান চালিয়ে দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগার থেকে পলাতক এক বন্দিকে গ্রেফতার করল আসানসোলের নিয়ামত ফাঁড়ির পুলিশ। ধৃত বন্দির নাম মহম্মদ শাহাবুদ্দিন ওরফে সোনু। তার বিরুদ্ধে কুলটি থানা, দেওঘর, মধুপুর রেলপুলিশে ডাকাতির অভিযোগ আছে।
প্রসঙ্গত চলতি বছরের ২৪ জুলাই দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায় তিন বিচারাধীন বন্দি। পরদিন অর্থাৎ জুলাই মাসের ২৫ তারিখ পলাতক নেপাল মিদ্দা নামে এক পলাতক বন্দি ধরা পড়লেও আরো দুই বন্দি পলাতক ছিল। শনিবার রাতে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অখিলেশ মুখার্জীর নেতৃত্বে আসানসোলের নিয়ামতপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় আরো এক পলাতক আসামি মহম্মদ শাহাবুদ্দিন ওরফে সোনুকে। এরপর তাকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার ধৃত মহম্মদ শাহাবুদ্দিনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আরো এক পলাতক বন্দির খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।