সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার চোলাই মদ খেয়ে বছর চল্লিশের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠলো বাঁকুড়ার ছাতনার রাঙ্গামাটি গ্রামে। মৃতের নাম নিত্যানন্দ হাঁসদা। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে বেশ কয়েকটি চোলাই মদের ভাটি রয়েছে। অবৈধভাবে ওই ভাটি চালাচ্ছে গ্রামেরই কয়েকটি পরিবার। আর বেআইনীভাবে চলা ওই ভাটি থেকে চোলাই খেয়েই নিত্যানন্দ হাঁসদার মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের।
শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তির মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার ও এলাকার বাসিন্দারা। অভিযোগ ওই মদ ভাটির জন্য একদিকে যেমন গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে সস্তার ওই চোলাই খেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন। গ্রামবাসীদের দাবি বার বার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে। মাঝে কয়েকবার অভিযানও চলেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পরে ফের রমরমিয়ে ব্যবসা শুরু করেছে ওই সব বেআইনী মদের ভাটিগুলি। অবিলম্বে বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।