সংবাদদাতা,বাঁকুড়াঃ- বালি গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল এলাকা। ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত হাটি গ্রামের। মৃত ব্যক্তির নাম সঞ্জয় মাঝি। বয়স আনুমানিক ২৯ বছর । বাড়ি হাটি গ্রামে ।
হাটি গ্রামের বাসিন্দাদের দাবি,ঘাতক লরিটি বালি খাদানে বালি লোড করতে যাচ্ছিল। অন্যদিকে সেই সময় সঞ্জয় মাঝি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এদিকে বেপরোয়া ওই লরিটি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয় মাঝির । এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সরব হয় গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ , দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বারবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও রাস্তার সংস্কারের কোনোও উদ্যোগ নেওয়া হয়নি। এদিন প্রায় ঘন্টাখানেক ধরে চলে অবরোধ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী । কিন্তু পুলিশ এলাকায় পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। পড়ে রাস্তা সংস্কারের আশ্বাস মেলায় অবরোধ ওঠে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।