সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোলে দুটি নামী কোম্পানির নকল মশা মারার ধূপের কারবারের হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার এসবি গরাই রোডের পুরনো আইএমএ হাউস সংলগ্ন ও বুধার নামোপাড়া এলাকায় দুটি বাড়িতে অভিযান চালায় আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। অভিযানে বাজেয়াপ্ত করা হয় ২ লক্ষাধিক টাকার নকল ধূপকাঠি তৈরির সামগ্রী, পাশাপাশি আটক করা হয় ৩ জনকে।
স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত তিন জন সম্পর্কে ভাই। এরা বুধার নামো পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে নকল ধূপ ও ধূপ তৈরির সামগ্রী মজুত করে রাখত । গোটা ঘটনায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে।
জানা গেছে ওই দুই কোম্পানির কাছে অভিযোগ আসছিল তাদের তৈরি ধূপ ব্যবহার করার পরও মশা মরছে না। এরপরই নিজেদের মতো করে খোঁজ খবর নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ জানতে পারে যে, তাদের কোম্পানির ধূপের অবিকল প্যাকেট তৈরি করে নকল ধূপ বিক্রির চক্র চলছে আসানসোল এলাকায়। এরপর তাঁরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দ্বারস্থ হন। প্রসঙ্গত এর আগেও আসানসোলে নামী কোম্পানির নকল মশা মারার ধূপের কারবার সামনে এসেছে।