নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর রম্যবীণা আয়োজিত “মিলন উৎসব” আক্ষরিক অর্থেই সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয় প্রত্যেক বছর- এবারও তার ব্যতিক্রম হয়নি। ৮ নভেম্বর সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি সভাগৃহে সংস্থার সদস্যরা আয়োজন করেছিলেন চিত্তাকর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সহযোগিতায় ছিলেন দুর্গাপুরের অন্যতম বাচিক শিল্প সংস্থা ‘স্বরবাক’। প্রায় তিন ঘণ্টারও অধিক সময় ধরে চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন- ঋতুকণা ভৌমিক, সুমিতা রাহুত, বাণী চট্টোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা, শ্রাবয়িতা দে, সুস্মিতা সাহা, মানসী মুখোপাধ্যায়,পারমিতা ভট্টাচার্য্য, অঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ণিমা ঘোষ, পুলকবর্দ্ধন ঘোষ, শ্রীকান্ত চট্টোপাধ্যায় প্রমুখ ২১ জন শিল্পী। একক আবৃত্তি পরিবেশন করলেন অনুশ্রী মন্ডল এবং ‘স্বরবাক’ এর সদস্য-সদস্যাবৃন্দ নিবেদন করলেন আকর্ষণীয় একটি শ্রুতিনাটক- পরিচালনায় ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় অনবদ্য ও নিরলস ভূমিকা পালন করলেন- সমীর রায়,বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায় , সন্দীপ দাস, বুদ্ধদেব দাস ও প্রদীপ প্রামাণিক। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠ পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বুদ্ধদেব সেনগুপ্ত এবং সঞ্চালনায় বিপ্লব মুখোপাধ্যায়।