সংবাদদাতা,আসানসোলঃ– দীর্ঘদিন ধরে চলা রেশন দুর্নীতির প্রতিবাদ করায় আসানসোলের জামুড়িয়ায় কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জানা গেছে আসানসোল পৌরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের নিঘায় রেশন মিলছে না ও রেশন ডিলাররা দুর্নীতি করছে এই অভিযোগ তুলে স্থানীয় কংগ্রেস কর্মীরা আন্দোলনে নামেন। রেশন দোকানগুলি ঘুরে ঘুরে খোলার জন্য আবেদন করেন তারা। পাশাপাশি স্থানীয় খাদ্য আধিকারীকের সঙ্গেও কথা বলেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ এরই মধ্যে স্থানীয় তৃণমূলের গুণ্ডাবাহিনী হামলা চালায় আন্দোলন রত কংগ্রেস কর্মীদের উপর। ঘটনায় এক কংগ্রেস কর্মী জখম হন বলে দাবি করা হয় কংগ্রেসের তরফে। জেলা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সঙ্গে দেখা করতে পৌঁছন ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার এস এম মুস্তাফা ও কংগ্রেসের রাজ্যনেতা প্রসেনজিৎ পুইতন্ডী।
কংগ্রেস নেতৃত্বর দাবি এলাকায় রেশন মিলছে না। সেই নিয়ে সরব হওয়াতেই তাদের কর্মীর উপর হামলা চালায় শাসক দলের কর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।