সংবাদদাতা দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের বেনাচিতি বাজার এলাকার ভিরিঙ্গি গ্রাম সংলগ্ন একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে এদিন এক ব্যক্তি নিজেকে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকার আবাসনে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্র মারফত জানা যায় এদিন এক ব্যক্তি নিজেকে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে ভিরিঙ্গি গ্রাম সংলগ্ন এক বহুতল আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে আসে। ওই সময় ফ্লাটের মধ্যে একজন ব্যক্তি ও তার বাচ্চা ছিলেন মাত্র। স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া ওই ব্যক্তি মহিলার নাম নথিভুক্ত করেন এবং তাদের বাড়ির সকলের স্বাস্থ্যের অবস্থা কেমন আছে জানতে চেয়ে বিশদ বিবরণ খাতায় লিপিবদ্ধ করেন। পরে বাড়ি থেকে যাওয়ার আগে সে গৃহকর্তীকে পানীয় জল দেওয়ার অনুরোধ করেন। তখন ওই ফ্ল্যাটের বাসিন্দা মহিলা বাড়ির ভেতর ঢুকে জলের বোতল আনতে গেলেই ওই স্বাস্থ্যকর্মী সাজে সজ্জিত দুষ্কৃতি তৎক্ষণা বাড়ির ভেতরে দরজা বন্ধ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই মহিলাকে বাড়িতে থাকা সোনা গয়না ও টাকা বের করে দেওয়ার হুমকি দিতে থাকে ও মারধোর করে বলে অভিযোগ। ফ্ল্যাটের মহিলা ওই দুষ্কৃতী সামনে নতিস্বীকার না করে তার সঙ্গে ধস্তাধস্তি করা শুরু করলে ওই দুষ্কৃতি মহিলার হাত-পা বেধে ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয়। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ওই ফ্ল্যাটে গন্ডগোলের আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখেন মহিলার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এবং বাড়ির সমস্ত জিনিস ওলট পালট অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ পাশের ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে খবর দিলে দুর্গাপুর থানার পুলিশ কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। আশে পাশের এলাকার সিসিটিভি ক্যামেরায় ওই দুষ্কৃতী ছবি পাওয়া গেছে বলে একটি সূত্র মারফত জানা গেছে। দুর্গাপুর থানার পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।