সংবাদদাতা,আসানসোলঃ- বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে নাকা তল্লাশিতে বড়সড় সাফল্য পেল কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার মধ্য রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায় বাংলা ও ঝাড়খন্ড সীমান্তবর্তী ডুবুডি চেক পোস্ট সংলগ্ন দু-নম্বর জাতীয় সড়কের বাইপাসে। সেই সময় একটি ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় ৩০ পেটি নিষিদ্ধ ফেনসিডিল কফসিরাপ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ট্রাকটি দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় পুলিশ কর্মীরা দেখেন গাড়িটিতে রান্নার মশলা বোঝাই করা রয়েছে। তার মাঝখান থেকে কিছু পেটিতে নিষিদ্ধ কফসিরাপ রেখে পাচার করা হচ্ছিল। কফসিরাপের ৩০ পেটি থেকে ৩ হাজার পিস নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করা হয়। গাড়িটি উত্তরপ্রদেশের কানপুর থেকে কলকাতার উদ্যেশে যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।