অমল মাজি, দুর্গাপুরঃ- আগামী বুধবার ৬ অগ্রহায়ন ১৪২৯ বঙ্গাব্দ (২৩ নভেন্বর ২০২২) মহাঅমানিশায় দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার অন্যতম প্রাচীন কালী মন্দির, দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে মায়ের বাৎসরিক পুজো ও মহোৎসব অনুষ্ঠিত হবে। শুধু ধর্মীয় স্থানই নয়, দুর্গাপুরের এক অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও খ্যাতি রয়েছে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের। প্রতি বছরই অগ্রহায়ণ মাসের মহাঅমানিশায় ভিড়িঙ্গী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবসে পুরাতন মা কালীর মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয় মন্দিরের পাশের কুমোর বাঁধে। আর নতুন মৃন্ময়ী মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
এই উপলক্ষে সারা রাত ধরে হোম যজ্ঞ পুজো অর্চনা সহ রাতভর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানও চলে। পুজোর পর ভোর রাতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। ১৭০ বছর ধরে একই ভাবে মন্দিরে হয়ে আসছে এই বাৎসরিক মহোৎসব। উৎসবকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম হয়। এ বছরও তার কোন ব্যতিক্রম হবেনা।
এই উৎসব উপলক্ষে এইবছরও সারা রাত ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের এবং বাৎসরিক পুজো ও মহোৎসবের প্রস্তুতি চলছে একমাস যাবৎ। এই বাৎসরিক পুজোর মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন অগণিত ভক্তকুল।
দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে বাৎসরিক পুজো ও মহোৎসব উপলক্ষে প্রতি বছরই দুর্গাপুরের প্রচুর ভক্তদের সঙ্গে দেশ-বিদেশ থেকেও প্রচুর ধর্মপ্রাণ ভক্তদের সমাগম তথা মহামিলন ঘটে। এইবছরেও লক্ষাধিক ভক্তের সমাগম হবে, এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষের।
অন্যদিকে মন্দিরের মহোৎসব উপলক্ষে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে মন্দিরকে ঘিরে।
মন্দিরের একনিষ্ঠ সেবায়েত শ্রী সাধন কুমার রায় বলেন, প্রতি বছরই অগ্রহায়ণ মাসের মহাঅমানিশায় ভিড়িঙ্গী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবসে পুরাতন মা কালীর মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয় মন্দিরের পাশের কুমোর বাঁধে। আর নতুন মৃন্ময়ী মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা উপলক্ষে সারা রাত ধরে হোম যজ্ঞ পুজো অর্চনা মহোৎসব চলে| পাশাপাশি সারা রাত ধরে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানও এবারও অনুষ্ঠিত হবে। এইবছরও পুজোর পর ভোর রাতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে।