এই বাংলায় ওয়েব ডেস্কঃ– ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ জনের। আহত হয়েছেন ৭০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
জানা গেছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিয়ানজুর এলাকা। ভূমিকম্পে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার দ্বীপ জাভা এলাকা । সেখানে কম্পণে অনেক বাড়ি ভেঙে পড়ছে। বেশ কিছু এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। সেখানকার উদ্ধারকারী দল জানিয়েছে, বেশিরভাগ মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। তবে শুধু জাভা নয়, জাকার্তাতেও তীব্র কম্পণ অনুভূত হয়েছে। সেখানেও ভূমিকম্পের জেরে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে। ভাঙা বাড়ির মধ্যে এখনও অনেকে চাপা পড়ে আছে বলে অনুমান করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।