সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- সারদা মা তার জীবনীতে বারংবার বলেছেন অবিশ্বাস শুচিবাই মন- এই সমস্ত কিছু দূর হলে তবেই বিশ্বাস পাকা হয় আর একবার বিশ্বাস এলে সব হয়ে গেল। বিশ্বাস এলে ভগবান দর্শন অবধি হয়, কিন্তু এই বিশ্বাস আসাটাই সবথেকে কঠিন।
এই প্রসঙ্গে শ্রী মায়ের একটি ঘটনার কথা বলা প্রয়োজন –
উদ্বোধনে জনৈক স্ত্রী ভক্ত আসতো, মা তাকে খুব ভালবাসতেন। কিন্তু তার স্বভাব তত ভালো ছিল না বলে সাধুরা তার মায়ের কাছে আসাটা পছন্দ করতেন না। মা একথা শুনে বললেন, “গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায়, তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয়?”
যোগীন মার একবার সংশয় আসে, ঠাকুর অত ত্যাগী ছিলেন আর মা ঘোর সংসারীর মতন। তখন একদিন গঙ্গার ঘাটে ধ্যান করার সময় ঠাকুর তাঁকে দেখিয়ে দেন , শ্রীমা গঙ্গার মতই পবিত্র। গঙ্গা দিয়ে অপবিত্র বস্তু ভেসে গেলেও গঙ্গা কখনও অপবিত্র হন না, মাও তেমনি, আর মা ও ঠাকুর অভেদ।
যোগীন-মা তারপর মার কাছে ক্ষমা চেয়ে সব ঘটনা বললে মা বলেন, “ তার আর কি হয়েছে? অবিশ্বাস তো আসবেই। সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এইরকম হতে হতে পাকা বিশ্বাস হয়। ”