সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন ও শিশু সুরক্ষা ইউনিট, সমাজ কল্যান দপ্তর, জেলা সমাহর্তারকরণ এর যৌথ উদ্যোগে পাত্রসায়ের থানায় অনুষ্ঠিত হোল শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির। প্রতিরোধ মূলক ব্যাবস্থা হিসেবে জেলা প্রশাসন এবং যৌথ ভাবে পুলিশ প্রশাসন গ্রামে গঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু যৌন নিগ্রহ, শিশু পাচার রোধ বিষয়ে অনেক বেশি সজাগ থাকার জন্যে জেলা জুড়ে সব থানায় এই সচেতনতা শিবিরের আয়োজন করেন । বিয়ের দিনে বিয়ে ভাঙা শুধু নয়, আগে থেকেই শিশু সুরক্ষার আইন গুলি জানতে হবে সাধারণ মানুষকে। পাত্রসায়ের ব্লকেও বাল্য বিবাহের হার বেশিই। পাত্রসায়র থানার পুলিশ কর্মকর্তারা, ভারপ্রাপ্ত আধিকারিক পাত্রসায়েরের নেতৃত্বে বাল্যবিবাহ প্রতিরোধে ভালো কাজ করছেন। শিশু অপরাধ বিষয়ে আরও সতর্ক থাকার উদ্দেশ্যে থানার পুলিশ কর্মকর্তা ও সিভিক পুলিশ গ্রামীন পুলিশ দেরও শিশু ন্যায়বিচার আইন ২০১৫- বিষয়ে সচেতন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন পাত্রসায়ের থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ পাল, জেলা শিশু সুরক্ষা ইউনিট, সমাজ কল্যাণ দপ্তর, জেলা শাসক অফিসের প্রতিনিধি এবং জেলা এস. জে. পি.ইউ. সদস্যা শ্রীমতী মুকুল মুখার্জি, জেলা মিসিং পার্সেন ব্যুরো প্রতিনিধি শ্রীমতী সোনালী চ্যাটার্জি , ও জেলার চাইল্ড লাইন কোর্ডিনেটর সজল শীল ও অন্যান্য।