সংবাদদাতা,আসানসোলঃ- সারা বাজার ঘুরে বেড়িয়ে অবশেষে বন কর্মীদের খাঁচায় বন্দি হল বিশালাকৃতির একটি সজারু। ঘটনা আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর বাজার এলাকার।
স্থানীয়রা জানান গতকাল রাতে হঠাৎ করেই একটি বিশালাকৃতির সজারুকে বাজারের রাস্তায়, আনাচে কানাচে ঘুরে বেড়াতে দেখেন তাঁরা। সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন অনেকেই। সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল হয়ে যায। এরপরই রূপনারায়ণপুর, গৌরন্ডি সহ বিভিন্ন এলাকা থেকে বনদপ্তরে ফোন যায় সজারুটিকে উদ্ধার করার জন্য। পাশাপাশি স্থানীয়রাও আসানসোল রেঞ্জের বনদপ্তের খবর দেন। বনদপ্তরের তৎপরতায় তৎক্ষণাৎ একটি স্পেশাল রেসকিউ টিম গঠন করে এলাকায় পাঠানো হয়। সেই টিম কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় রূপনারায়ণপুর বাজার এলাকায় এবং সজারুটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পাশাপাশি সঠিক সময়ে খবর দেওয়া ও প্রাণীটিকে কোনওরকম ক্ষতি না করার জন্য এলাকাবাসীকে ধন্য়বাদ জানান বনকর্মীরা। বনকর্মীরা জানান পাচারকারীদের হাতে পড়লে সজারুটি পাচার হয়ে যেত। কারণ সজারুর কাটা বাজারে বহুমূল্যে বিক্রি হয়। অন্যদিকে বনদপ্তর সূত্রে খবর জানা যায় যে, এই ধরণরে সজারু চিত্তরঞ্জনে রেল কারখানার ভেতরের জঙ্গল, মাইথন এবং আশেপাশের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। হয়তো কোন কারণবশত বা খাবারের সন্ধানে সজারুটি জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছিল।










