সংবাদদাতা,আসানসোলঃ– কর্তব্যরত পুলিশ কর্মীর মর্মান্তির মৃত্যুর ঘটনায় তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এক দিনের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চৌরঙ্গী ফাঁড়ি সংলগ্ন বাজারের ব্যবসায়ীরা। এদিন স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে মৃত কনস্টেবল সময়লাল কুর্মির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনায় প্রতিকৃতিতে মাল্যদানের পর এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন নাকা চেকিংয়ে কর্মরত অবস্থায় পথ দুর্ঘটনার মারা গেছেন কনস্টেবল সময় লাল কুর্মি। সাধারণ মানুষকে পরিষেবা দিতে গিয়েই প্রাণ হারিয়েছেন তিনি। যা অত্যন্ত দুঃখ জনক ঘটনা। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই বাজার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানান চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যনার্জী।
প্রসঙ্গত,গত রবিবার রাতে আসানোলের কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ কনস্টেবল সময়লাল কুর্মি মোবাইল ভ্যানে ডিউটি করছিলেন। সোমবার ভোরে চৌরাঙ্গী মোড়ের নিকট রাস্তার পাশে ফাঁকা জায়গায় শৌচ করার সময় খুব দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাঁর সঙ্গী পুলিশ কর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সকাল ১১ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে ওই গাড়িটি নিয়ামতপুরের রেড লাইট এরিয়া থেকে বেরিয়ে দ্রুত গতিতে ছুটছিল। পথে কর্মরত পুলিশ কর্মীকে ধাক্কা মেরে গাড়িটি সালানপুর চিত্তরঞ্জন রাস্তার দিকে পালিয়ে যায়। তদন্তে নেমে সোমবার বিকেলেই কল্যানেশ্বরী শ্মশানের কাছ থেকে ঘাতক গাড়িটি উদ্ধার করে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গাড়ির চালকের খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ।