সংবাদদাতা,আসানসোলঃ– বুধবার আসানসোলে বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে ঘটে ধুন্ধুমার কাণ্ড । বিজেপি যুব মোর্চার সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বিজেপি যুব মোর্চার কর্মীদের।
প্রসঙ্গত এদিন সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে একটি মিছিল বার করা হয়। এদিন সকাল ১০টা নাগাদ মিছিলটি আসানসোলের বি এন আর মোড় সংলগ্ন এলাকা থেকে বের হয়। কিন্তু মিছিলটি বি এন আর মোড় পার করার পরেই আটকে দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ।
ওই ঘটনার প্রতিবাদে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল করে বিজেপি যুব মোর্চার একটি দল। বিক্ষোভ মিছিল পুলিশ কমিশনারের দপ্তরের দিকে যাওয়ার সময় তাদের বাধা দেয় পুলিশ। পুলিশ কমিশনারের দপ্তরের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা থাকায় সেই ধারা ভঙ্গ করার অভিযোগে তাদেরও গ্রেফতার করা হয়।
ধৃত বিজেপি যুব কর্মীদের এরপর নিয়ে যাওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। এরপর সেখানে বিজেপি সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মীরা। বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি এদিন দাবি করেন তাদের পঞ্চাশেরও বেশী কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদে তাঁদের অবস্থান বিক্ষোভ। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি তথা সম কাজে সম বেতনেরও দাবি জানান তিনি।