সংবাদদাতা, বাঁকুড়া :- বাঁকুড়ার জয়পুর থানার হিজলডিহায় সেচ ক্যানালের পাড়ের একটি ঝোপ থেকে সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়রা কান্নার আওয়াজ পেয়ে সদ্যোজাতটিকে উদ্ধার করে। পরে চাইল্ড লাইন শিশুটিকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে,স্থানীয় কাশিচটা গ্রামের বাসিন্দা আকবল আলি ভাঙি সেচ ক্যানালের ধার দিয়ে যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পান এবং ঝোপের মধ্যে একটি সদ্যোজাতকে কাপড়ে মোড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। আকবর আলি জানান তিনি দেখেন শিশুটির গায়ে পিপড়ে ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে তুলে শিশুটির শরীর থেকে পিঁপড়ে ছাড়িয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা করিয়ে শিশুটিকে নিয়ে যান নিজের বাড়িতে। পরে জয়পুর থানায় খবর দিলে চাইল্ড লাইন জয়পুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
শিশুটি সুস্থ হয়ে উঠলে আইনগত ভাবে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন চাইল্ড লাইনের আধিকারিকরা।