সংবাদদাতা,আসানসোলঃ– একদিকে যখন কয়লা পাচার মামলা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি অন্যদিকে তখন নিত্য দিন কয়লা পাচারের নতুন নতুন পন্থার ঘটনা সামনে আসছে। এবার ইসিসিএলের নকল চালান তৈরি করে কয়লা পাচারের ঘটনায় সামনে এসেছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জ থানার, পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ কাশিপুর ডাঙ্গা থেকে ইসিএলের চালানের নকল করে কয়লা পাচার হচ্ছে বলে খবর পায়। সেই মতো সোমবার রাত্রে অতর্কিতে কাশিপুরডাঙ্গা এলাকায় হানা দিয়ে ইসিএলের নকল চালান সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে একজন বছর ২৪-এর বিট্টু শর্মা রানীগঞ্জের কাশিপুর এলাকারই বাসিন্দা ও অন্যজন বছর ২২-এর মোদাসির আলম ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে সে বর্তমানে রানীগঞ্জের হুসেন নগরের অস্থায়ী বাসিন্দা।
পুলিশের প্রাথমিক অনুমান ইসিএলের চালান গুলিকেই সংগ্রহ করে সেই চালানের নকল করে কয়লা পাচার করা হচ্ছিল। মঙ্গলবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে। ধৃত দুই যুবক কোনও চক্রের সঙ্গে যুক্ত কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।