নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এক পরিবহন ব্যবসায়ীর অফিসে হামলাকে ঘিরে কয়েক গত কয়েকদিন ধরেই উত্তপ্ত দুর্গাপুর থানার অন্তর্গত ডিটিপিএস ফাঁড়ির মায়াবাজার এলাকায়। গ্রেফতার কুখ্যাত লোহা মাফিয়া। পাল্টা ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকার মহিলাদের।
প্রসঙ্গত গত বুধবার মায়াবাজার এলাকায় মিথিলেশ সিং নামে এক ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে ওই দিন রাতেই এলাকার চার যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে তাদের চার দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতেই উঠে আসে কুখ্যাত লোহা মাফিয়া সরভান চৌধুরীর নাম। এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সরভান চৌধুরীরকে গ্রেফতার করে পুলিশ ও শুক্রবার তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয়।
অন্যদিকে সরভান চৌধুরীকে গ্রেফতার করার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে প্রতিবাদে সরব হন স্থানীয় মহিলারা। এমনকি ফাঁড়ির আধিকারিকের গাড়ি ঘিরে রেখে চলে বিক্ষোভ। তাদের অভিযোগ পুলিশ বেছে বেছে এলাকার নিরাপরাধ ছেলেদের গ্রেপ্তার করছে। অথচ অবৈধ কাজ কারবারের সঙ্গে যুক্ত মিথিলেশ সিং ও তার অনুগামীদের গ্রেফতার করছে না।
এলাকার অবৈধ লোহা কারবারের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দ্বন্দ্বের জেরেই এলাকায় ঝামেলা চলছে আর তার জেরেই যত কাণ্ডকারখানা বলে দাবি স্থানীয়দের।