সংবাদদাতা, আসানসোল:– গরুপাচারকাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সিবিআই-এর হাতে গ্রেফতার শাসক দলের তাবড় নেতা সহ একাধিক তখন গরুপাচারের গাড়ি আটক করল স্থানীয়রা। শনিবার রাতে রানীগঞ্জ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তার ওপর একটি গরু ভর্তি লরি আটক করেন আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জ ব্লকের নতুন ইগারা গ্রামের বাসিন্দারা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি প্রত্যেকদিন ওই পথ দিয়ে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে লরি বোঝাই করে গরু পাচার করা হয়। স্থানীয়দের মতে গরু পাচারের করিডোর হয়ে দাঁড়িয়েছে আসানসোল। আর স্থানীয় প্রশাসনের মদতেই চলছে এই গরু পাচার। পরে গরু ভর্তি লরিটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। এদিন আসানসোলের বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় বলেন, “এর আগেও বহুবার গরু বোঝাই লরি ধরা পড়েছে আসানসোলে। আসানসোলকে গরু পাচারের মুক্ত করিডর বানিয়ে তোলা হচ্ছে। আর এটা বানাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন আর তাদের মদত করছেন শাসক দলের স্থানীয় নেতারা।” এই পাচারকাণ্ড অবিলম্বে বন্ধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুমকিও দেন তিনি।
সব মিলিয়ে রাজ্যে গরু পাচার নিয়ে এত হৈ চৈ-এর মধ্যেও গরু পাচার যে আদপে বন্ধ হয়নি এই ঘটনা আরও একবার তা প্রমান করল।