সংবাদদাতা,বাঁকুড়া :- স্কুলের কাছে কোনও দোকানে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ। কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুলের ১০০ মিটারের মধ্যেই দোকানগুলিতে রমরমিয়ে বিক্রি হচ্ছিল তামাক জাতীয় দ্রব্য। অবশেষে অভিযানে নেমে একাধিক দোকান মালিককে ফাইন করল কোতুলপুর ব্লক প্রশাসন।
প্রসঙ্গত, গত একমাস আগেই প্রশাসনের তরফে কোতুলপুর হাই স্কুল এবং কোতুলপুর গার্লস হাইস্কুলের ১০০ মিটারের মধ্যে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেখানে যেন তামাক জাতীয় দ্রব্য যেমন পান বিড়ি সিগারেট গুটকা বিক্রি না করা হয় তার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল । কিন্তু সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই রমরমিয়ে চলছিল তামাক জাতীয় দ্রব্যের বেচাকেনা । সোমবার জেলা স্বাস্থ্য দপ্তর, কোতুলপুর হসপিটাল, কোতুলপুর ব্লক প্রশাসন, কোতুলপুর পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান চালানো হয়। এবং কোতুলপুর হাই স্কুল এবং কোতুলপুর গার্লস হাই স্কুলের ১০০ মিটারের মধ্যে যে দোকানগুলিতে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা হচ্ছিল পুনরায় তাদের সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি এদের মধ্যে তিনটি দোকান মালিককে সরকারি নিয়ম অনুযায়ী ফাইনও করা হয়। এছাড়াও প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয় পুনরায় তামাক জাতীয় দ্রব্য বিক্রি করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে ।
অন্যদিকে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ।