নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সি-জোন স্টেট ব্য়াঙ্ক সংলগ্ন জঙ্গল থেকে প্রান্তিকার তালতলা বস্তির এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে ওই যুবককে খুনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি চুরির টাকা ভাগ নিয়ে বচসার জেরেই ওই যুবককে খুন করে তার সঙ্গীরা।
প্রসঙ্গত দুর্গাপুরের প্রান্তিকার তালতলা বস্তির বাসিন্দা বছর কুড়ির রাহুল পাসোয়ান গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সি-জোন স্টেট ব্যাঙ্ক সংলগ্ন জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপরই তার মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে। খুনের অভিযোগ করে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ওই যুবকের নামে একাধিক চুরির মামলা রুজু আছে। এপর তালতলা এলাকা থেকেই কৃষ্ণা বদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাসোয়ান নামে মৃত ওই যুবকের তিন সঙ্গীকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে রাহুল পাসোয়ান ও তার তিন সঙ্গী কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাসোয়ান এলাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে যুক্ত ছিল। এরই মধ্যে চুরির টাকার ভাগ নিয়ে রাহুলের সঙ্গে তার তিন সঙ্গীর বিবাদ বাধলে, রাহুলকে শ্বাসরোধ করে খুন করে তার সঙ্গীরা।
শুক্রবার ধৃত তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার আরও বিশদে তদন্ত করতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।