সংবাদদাতা,আসানসোলঃ- রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান এলাকায় নিকাশী নালা থেকে উদ্ধার হল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র । জানা গেছে নালায় সাফাই কাজ চালানোর সময় আবর্জনা থেকে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় কাউন্সিলর জ্যোতি সিং কে খবর দেন সাফাইকর্মী ও স্থানীয়রা। তিনি বিষয়টি পুলিশকে জানালে রানীগঞ্জ থানার পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অত্যাধুনিক মানের গ্লক পিস্তল। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান ডাকাত দলের দুষ্কতীরা ওই বন্দুক নিকাশি নালায় ফেলে গেছিল। প্রসঙ্গত, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ফিল্মি কায়দায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল রানীগঞ্জের রামবাগান এলাকায়। ওই দিন এলাকার এক ব্যবসায়ী সুন্দর ভালোটিইয়ার বাড়িতে অতর্কিতে ঢুকে পড়ে ডাকাত দল।তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের প্রচেষ্টা করলেও পুলিশ ও এলাকার মানুষ তাদের ঘিরে ফেলে। চলে ব্যাপক গুলির লড়াই। ডাকাত দল গুলি ছুড়তে ছুঁড়তে ছুঁড়তে পালাতে থাকে ঘটনাস্থল ছেড়ে। এরই মাঝে ডাকাত দলের এক সদস্য গুরুতর আহত হয়, বাকি দুজন ডাকাতকে ধরে ফেলে এলাকার মানুষজন।ঘটনায় একজন পুলিশ কর্মীও গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের দাবি সেই সময় ডাকাত দলের সদস্যরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ছুঁড়ে ফেলে এলাকার নালা নর্দমায়। এদিন সেই অস্ত্রই উদ্ধার হল মনে করা হচ্ছে।