সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার বাঁকুড়াতে মহিলা তৃণমূলের জনসংযোগ কর্মসূচীকে ঘিরে প্রকাশ্যে চলে এলো দলের মধ্যের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। বিধায়ক চেয়ারম্যানকে নিয়ে তৃণমূল মহিলা সভানেত্রী ঘুরলেন এক পথে অন্যপথে ঘুরলেন তৃণমূল কাউন্সিলর। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৬ নং ওয়ার্ডের।
প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৬ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচী পালন করা হয় বিষ্ণুপুর শহর মহিলা তৃণমূলের তরফ থেকে। বিষ্ণুপুর শহর মহিলা সভানেত্রী সঞ্চিতা পরামানিক এদিন দলের বিধায়ক তন্ময় ঘোষ ও বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামীকে সাথে নিয়ে ১৬ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচী পালন করেন। বিধায়কের বাড়ি থেকে এই যাত্রা শুরু করে ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কর্মসূচীটি পালন করা হয়। অন্যদিকে যে ওয়ার্ডে শহর মহিলা তৃণমূল সভানেত্রী দলীয় বিধায়ক, চেয়ারম্যানকে নিয়ে জনসংযোগ কর্মসূচী পালন করলেন সেই ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলরের দেখা পাওয়া গেল না। ১৬ নং ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলর টুম্পা দাস মহন্তের অভিযোগ শহরের মহিলা তৃণমূল সভানেত্রী ও বিধায়ক বিভাজনের রাজনীতি করছেন। মহিলা সভানেত্রী ও বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কাউন্সিলের অভিযোগ কাউন্সিলরের কোন সম্মান নেই। বার বার বিভিন্ন ভাবে এলাকায় যাতে উন্নয়নের কাজ করতে না পারি সেই চেষ্টা করে এলাকায় দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছেন বিধায়ক। এদিন ডাক না পেয়ে নিজের মতন করে একাই দলের কয়েকজন মহিলা কর্মীদের নিয়ে জনসংযোগ কর্মসূচী পালন করেন কাউন্সিলর।
যদিও কাউন্সিলরের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের বিষ্ণুপুর শহর মহিলা সভানেত্রী সঞ্চিতা পরামানিক। তাঁর পাল্টা দাবি কোন দ্বন্দ্ব নয়, কাউন্সিলরকে বলা হয়েছিল তিনি কেন আসেননি সেটা বলতে পারবেন না। তবে এই দ্বন্দ্ব নিয়ে বিধায়কের কাছ থেকে কোন প্রতিক্রিয়া যায়নি।
অন্যদিকে বিজেপির দাবি বিধায়ক বিজেপি থেকে জিতে এখন তৃণমূলের দালালি করছেন। এটা কেউ মেনে নেবে না। তাই দন্দ্ব হচ্ছে, এটায় স্বাভাবিক। তবে এদিনের ঘটনা, বিশেষত দলের সভানেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে কাউন্সিলরের ক্ষোভ উগরে দেওয়া, বিষ্ণুপুরের তৃণমূলের অন্দরের ঠান্ডা লড়াইটা সামনে এনে দিয়েছে।