সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ফের ইসিএলে দুর্ঘটনা, ট্রাক্টর সহ খনিতে পড়ে গেল চালক ও খালাসি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক্টরের খালাসির। মৃত খালাসির নাম নবীন টুডু, বয়স ৪০। অন্যিদকে প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রাক্টরের চালক। আহত চালকের নাম রাজলাল মুর্মু। তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর কয়লা খনিতে।
জানা গেছে এদিন বিকেলে খনি এলাকা থেকে খালি ট্রাক্টর নিয়ে ফিরছিলেন চালক রাজলাল মুর্মু ও খালাসি নবীন টুডু। পথে রাস্তার ধারে থাকা খনিতে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায় ট্রক্টরটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সালানপুর থানার পাহাড় গোড়া ক্যাম্পের পুলিশ এবং ইসিএলের সিআইএসএফ-এর দল। খনি থেকে চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও মৃত খালাসির দেহ তুলতে বাধা দেয় মৃতের পরিবার ও স্থানীয় লোকজন। তাদের দাবি ঘটনার ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা দেহ খনি থেকে তুলতে দেবেন না।
মৃত ও আহতের পরিবারের লোকজনের অভিযোগ মোহনপুর কয়লা খনি এলাকায় কোনও সুরক্ষা ব্যবস্থা নেই। রাস্তার পাশেই খনি, অথচ রাস্তায় গার্ডওয়াল নেই, আলো নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এমনকি ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় প্রায়ই ওই খনির মধ্যে পড়ে গিয়ে গরু বাছুর সহ অন্য জন্তু জানোয়ারের মৃত্যুও হয়।