eaibanglai
Homeএই বাংলায়শিল্পাঞ্চল কি গরু পাচারের করিডোর! শহরে গরু বোঝাই গাড়ি আটক

শিল্পাঞ্চল কি গরু পাচারের করিডোর! শহরে গরু বোঝাই গাড়ি আটক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার দুর্গাপুরে আটক করা হল গরু বোঝাই গাড়ি। অভিযোগ ভিন্ন রাজ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি যুব মোর্চার সদস্যরা ওই গাড়ি আটকে দেয়। পরে পুলিশ ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে।

জানা গেছে সোমবার রাতে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ঢোকার মুখে ডিভিসি মোড় সংলগ্ন একটি খাটালের সামনে থেকে গরু পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিজেপি যুব মোর্চার সদস্যরা হাতেনাতে ধরে ফেলে গরু বোঝাই গাড়িগুলিকে। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ গিয়ে ওই গাড়ি গুলি আটক করে। অভিযোগ ডিভিসি মোড়ের ওই খাটালে গরুদের খাওয়ানোর নাম করে রাতের অন্ধকারে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন গরু পাচার করা হয়।

অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতা এবং পুলিশের মদতেই গরু পাচার চক্র চলছে এবং শিল্প শহরকে গরু পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি স্থানীয় পুলিশ গরুভর্তি ছোট গাড়ি প্রতি ৫০০ টাকা আর বড় গাড়ি প্রতি ১০০০ টাকা নেয় বলেও অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি গরু পাচারের সঙ্গে এলাকার কোনও তৃণমূল নেতা জড়িত নয়। আসলে শুভেন্দু অধিকারী ডিসেম্বরে দুটো ডেট দিয়েছিল কোনও কিছু বড় হতে চলেছে বলে। সেই ডেট ফেল করেছে। তাই শাসক দলকে এবার কলুষিত করতে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি।

সব মিলিয়ে গরু পাচার কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপার, গ্রেফতার হয়ে জেলে রয়েছেন শাসক দলের তাবড় নেতা, তখন দুর্গাপুরে শহরে গরু পাচার নিয়ে নতুন করে চড়ছে উত্তেজনার পারদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments