সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের ঢাকেশ্বরীতে বন্ধ হওয়া বহু পুরনো কটন মিলের জমি অধিগ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজতি শিল্প-বাণিজ্য সম্মেলনে ( সিনার্জি)উপস্থিত হয়ে জানালেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। জানা গেছে ১৯৫২-য় তৈরি হয়েছিল মিলটি । ১৯৬৩-র ১৬ অগস্ট সেটি বন্ধ হয়ে যায়। তখন থেকেই মিলের অধীনে থাকা প্রায় ৩৬০ একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ওই জমিরই ১৯৩ একর জমি রাজ্য সরকার অধিগ্রহণ করেছে। ওই জমি ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টকে প্রদান করা হয়েছে যাতে সেখানে নতুন করে শিল্প তৈরি করা যায়।
এদিনের বৈঠকে শিল্প বিষয়ক বিভিন্ন সম্যসা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিল্প ক্ষেত্রে ব্যবসায়ীদের কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়। জানা গেছে মূলত এমএসএমই ক্ষেত্রে উৎসাহ দিতেই এই পদক্ষেপ। দক্ষিণবঙ্গের আটটি জেলার এমএসএমই শিল্পোদ্যোগীদের যাবতীয় সমস্যা এক ছাদের তলায় সমাধানের জন্য দুর্গাপুরে একটি কাউন্সিল তৈরি করা হচ্ছে বলেও এদিনের বাণিজ্য সম্মেলন থেকে জানা গেছে।
বৃহস্পতিবারের শিল্প-বাণিজ্য সম্মেলনে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরও তিন মন্ত্রী- শিল্প ও বানিজ্য মন্ত্রী ডাঃ মন্ত্রী শশী পাঁজা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অরুণ প্রসাদ, পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিঙ্গলা, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নিলকন্তম, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জী সহ শহরের বিশিষ্ট জনেরা।