সংবাদদাতা,বাঁকুড়াঃ- “তৃণমূল যদি তৃনমূলই থাকে এবং তা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকে তাহলে এই তৃণমূল বিগত দিনে থাকা সবথেকে বড় সন্ত্রাসকারী সিপিএম এর থেকে এক হাজার গুণ বেশি সন্ত্রাসকারী হয়ে উঠবে।” এটা কোনও বিরোধী নেতার বক্তব্য় নয়, খোদ শাসক দলের এক নেতা কোতুলপুরের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি প্রবীর গরাইয়ের। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ইতিমধ্যেই সামজ মাধ্যমে ভাইরাল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ডট কম।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোগড়ায় একটি সভা করে সিপিএম। ১৮ ডিসেম্বর সেই একই জায়গায় পাল্টা সভার ডাক দেয় তৃণমূল। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়েই স্থানীয় তৃণমূল নেতা তথা কোতুলপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি প্রবীর গরাই, দল ও দলনেত্রীর নামে ওই বিতর্কিত মন্তব্য করেন বলে দাবি করা হচ্ছে।
যদিও প্রবীরবাবুর দাবি তাঁর বক্তব্যকে বিকৃত করে সমাজ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। দল ও দল নেত্রীর প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। বরং তাঁর দাবি ওই দিন সভায় তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলই একমাত্র সন্ত্রাস দমন করতে পেরেছে। ভিডিও বিকৃতি করে ছড়িয়ে দেওয়ার পেছনে বিরোধীদের হাত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঘটনা প্রসঙ্গে বলেন প্রবীর গরাই যা বলেছেন ঠিকই বলেছেন, তাতে কোনও সন্দেহ নেই। তবে তিনি এত বড় কোনও নেতা নন যে তাঁর বক্তব্য বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। তবে তাঁর মতো তাঁর দলেরও চৈতন্য হোক, এমনটাই আশা বিজেপি সাংসদের।