নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এবার দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে আসানসোল কম্বল কাণ্ডে আয়োজকদের পাশে দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যোগ দিলেন কম্বল দান কর্মসূচিতেও। যদিও কম্বলকাণ্ডে এর আগে নাম না করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সমালোচনার শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে। তবে এদিন ওই বিতর্কিত কম্বলকাণ্ডের উদ্যোক্তাদের পক্ষে সওয়াল করতে শোনা যায় এই বিজেপি নেতার মুখে। কম্বলকাণ্ডে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারিকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লাইন দিতে গিয়ে ধাক্কাধাক্কি-ঠেলাঠেলিতে বহু মানুষের প্রাণ গেছে। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটাও মামলা হয়নি। এমনকি, সেই মৃত্যুর কোনও রেকর্ড নেই। মুখ্যমন্ত্রীর নামে মামলা করার ক্ষমতা আছে পুলিশের?কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কেউ মারা গেলেও বিজেপি নেতাদের নামে মামলা হয় বলে এদিন অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত চলতি মাসের ১৪ তারিখ আসানসোলে বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পরেরদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেছিলেন, অনুষ্ঠানের আয়োজকদের আরও সজাগ থাকা উচিৎ ছিল। এরপরই ঘুরিয়ে শুভেন্দুর সমালোচনা করে তিনি বলেন, দানের রাজনীতি বাংলাকে শেষ করে দিচ্ছে। এরফলে মানুষকে ভিখিরি বানিয়ে রাখছে সব দলের নেতারা। সেই দিলীপই এদিন বিতর্কিত ওই কম্বল দান কর্মসূচির অন্যতম উদ্যোক্তা চৈতালি তিওয়ারি ও জিতেন্দ্র তিওয়ারির পাশে দাঁড়ান।
২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। এই দিনটিকে বিজেপি সুশাসন দিবস হিসেবে পালন করে। এদিন দুর্গাপুরের কোকওভেন থানার সাগরভাঙ্গার গোলপার্ক এলাকায় দলের সুশাসন দিবসের কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। ওই অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে বেশ কিছু দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বলদান কর্মসূচিতে উপস্থিত থাকলেও দিলীপবাবু অবশ্য নিজে হাতে কম্বল দান করেননি।