সংবাদদাতা,বাঁকুড়াঃ- জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত মারুতি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল বুধবার সকালে। অবরুদ্ধ হয়ে পড়ল জাতীয় সড়কে যান চলাচল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এক্তেশ্বর ব্রিজের ওপর।
স্থানীয় সূত্রে জানা গেছে , একটি মারুতি ওমিনি গাড়ি বাঁকুড়ার দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় এক্তেশ্বর ব্রিজের ওপর গাড়িটি উঠতেই হঠাৎ চলন্ত গাড়িটিকে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। যেহেতু ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে সেকারনে ব্রিজের দুই দিক অবরুদ্ধ হয়ে পড়ে যানবাহন । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ও আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে গাড়িটিতে চালক সহ ছজন আরোহী থাকলেও আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা গাড়ি থেকে বেরিয়ে পড়েন। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে গাড়িটি এলপিজি গ্যাসে চলছিল। গ্যাস লিক করেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশ ও দমকল কর্মীদের।