নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরের কোকওভেন থানার সিনেমা রোড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি সময় মতো আগুন নিয়ন্ত্রণে না এলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত ওই ঘন জনবসতি এলাকায়।
জানা গেছে এদিন সকালে এলাকায় মজুত করে রাখা পুরনো পরিত্যক্ত প্লাস্টিক ও জ্বালানির ড্রামে আগুন লাগে। মহুর্তের মধ্যে ওই আগুন ভয়াবহ আকার ধারণ করে। বিস্ফোরণ শুরু হয় মজুত ডিজেলের ড্রামে । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এবং দমকল কর্মীদের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
অন্যদিকে ঘটনাটিকে কেন্দ্র করে প্রশাসনকির উদাসীনতার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার জঙ্গল সংলগ্ন রাস্তার ধারে গত কয়েক বছর ধরে অবৈধভাবে জ্বালনির ড্রাম সহ পরিত্যক্ত প্লাস্টিকের সামগ্রী মজুত করে রাখা হয় এবং ওই প্লাস্টিক গলিয়ে অন্য সামগ্রী তৈরি করা হয় বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়দের দাবি অবৈধ ওই কাজকর্ম বন্ধ করার জন্য এলাকার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালেরও দ্বারস্থও হয়েছিলেন তাঁরা। যদিও কাজের কাজ কিছু হয়নি। অবিলম্বে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তাঁরা।