নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বদলির নোটিশ ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে। অভিযোগ কোনওরকম নোটিশ ছাড়া আচমকা সংস্থার ৩৩২ জন স্থায়ী কর্মীকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবাদে সরব হয়েছেন কর্মীরা। প্রয়োজনে রাজনীতির ঊর্দ্ধে উঠে একযোগে আন্দলোনের হুমকি দিয়েছে দুই শ্রমিক সংগঠন সিটু ও বিএমএস।
বুধবার দুপুরে বদলির নোটিশ হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন সংস্থার কর্মীরা। এরপরই বদলির নোটিশের প্রতিবাদে একযোগে সরব হন তারা। আসরে নামে শ্রমিক সংগঠন সিটু ও ভারতীয় মজদুর সংঘ। দুই শ্রমিক সংগঠনের অভিযোগ রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে বিলগ্নীকরণ করার চক্রান্ত করছে রাজ্য সরকার। কর্মীদের ভিন জেলায় পাঠিয়ে দিয়ে কারখানার ঝাঁপ বন্ধ করার চক্রান্ত চলছে। দ্রুত ওই বদলির নির্দেশ বাতিল করা না হলে কর্মীদের সঙ্গে নিয়ে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে দুই শ্রমিক সংগঠন। আচমকা ওই নোটিশকে ঘিরে এদিন দুপুরে ডিপিএল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের ৩৩২জন কর্মীকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের খাদ্য দপ্তরে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে সংস্থার জনসংযোগ কর্মকর্তা স্বাগতা মিত্র জানান জেলাশাসকের নির্দেশেই কর্মীদের ওই নোটিশ পাঠানো হয়েছে।