eaibanglai
Homeএই বাংলায়প্রাতঃভ্রমণে বেরিয়ে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রাতঃভ্রমণে বেরিয়ে বিলুপ্ত প্রজাতির এক কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন সরস্বতী পাত্র নামে এক স্বাস্থ্য কর্মী । ঘটনা বাঁকুড়ার তালডাংরার কেশাতড়া গ্রামের ।

এদিন স্বাস্থ্য কর্মী সরস্বতী পাত্র বলেন , প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার উপর ঐ কচ্ছপটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসি । পরে বিষয়টি সিমলাপাল রেঞ্জ অফিসে জানালে সেখানকার বনকর্মীরা বাড়িতে এসে কচ্ছপটি নিয়ে যান । একই সঙ্গে এভাবে প্রতিটি সচেতন নাগরীককে বণ্যপ্রাণ রক্ষায় এগিয়ে আসার আবেদন জানান তিনি ।

অন্যদিকে সাময়িক পর্যবেক্ষণের পর উদ্ধার হওয়া কচ্ছপটিকে কোন জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

বণ্যপ্রাণ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা বাড়ছে এদিনের ঘটনায় তা আরও একবার প্রমাণিত হল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments