eaibanglai
Homeএই বাংলায়সিটিসেন্টারের 'পার্বন' রেস্তরাঁয় রক্ত দিলেন কর্তৃপক্ষ, কর্মচারীরা

সিটিসেন্টারের ‘পার্বন’ রেস্তরাঁয় রক্ত দিলেন কর্তৃপক্ষ, কর্মচারীরা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এটা ছিল ‘পার্বণ’ এ দ্বিতীয় পর্বের রক্তদান। বৃহস্পতিবারের এই শিবিরে রেস্তরাঁ কর্তৃপক্ষ আর কর্মচারীদের ৩৩ জনের সম্মিলিত রক্তদানে দিনভরই ছিল প্রবল উৎসাহ, উদ্দীপনা।

শহর দুর্গাপুরের সনাতনী ঐতিহ্যবাহী বাঙালি খাবারের নিশ্চিত ঠিকানা সিটিসেন্টারের পার্বন রেস্তরাঁ। কিন্তু, এদিন সেখানে ছিল ‘জীবন দানে’র রক্তস্রোত। এর উদ্যোক্তা পার্বণ কর্তৃপক্ষ আর সহযোগিতায় ‘দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম’। শিবিরটি আয়োজিত হল পার্বণ লাগোয়া মাঙ্গলিক সেলিব্রেশন হলে। শ্লোগান ছিল – “রক্তদান জীবন দান”। একজন মহিলা সহ মোট ৩৩ জন রক্তদান করেছেন। এদিনই জীবনে প্রথম বারের মতো রক্তদান করে দারুণ উৎসাহীত পার্বণের তিন কর্মী- বিদ্যাসাগর হাঁসদা, রামচরণ রাজোয়ার আর প্রদীপ বাউরি। পার্বণ কর্ণধার সুপ্রিয় গাঙ্গুলি নিজেও এদিন রক্তদান করেছেন। করোনার অতিমারীর সময় যেভাবে রক্তের চাহিদা দেখা দিয়েছিল সেই চাহিদার বিষয়টি নাড়িয়ে দিয়েছিল পার্বন এর কর্ণধার সহ কর্মচারীদের। করোনার সময়েই পার্বণের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল প্রথমবারের মতো।

“এই রক্তদান শিবিরে বাইরের কেউ নয়, একেবারে পার্বণের সকল সদস্য স্বেছায় রক্তদান করেন,” বলে সুপ্রিয় জানালেন। এদিনের শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগম এর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের নেতৃত্বে থাকা রাজেশ পালিত ও আয়ূব আনসারী, দুর্গাপুর ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার এদিনের শিবিরের রক্ত সংগ্রহ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments