সংবাদদাতা,আসানসোলঃ- অবৈধ ইটভাটাই অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রাজস্ব পরিদর্শক সহ সরকারি আমিন ও গাড়ি চালক। ঘটনা আসানসোলের বারাবনির দাসকেয়ারী এলাকার।
দাসকেয়ারী অঞ্চলে সরকারি খাস জমির উপর মাটি চুরি সহ অবৈধভাবে বেশ কিছু ইটভাটা চলছে। এই খবর পেয়ে দাসকেয়ারী এলাকায় পৌঁছায় ভূমি রাজস্ব পরিদর্শক আর্য মণ্ডল এবং সরকারি আমিন শেখর মজুমদার ও তাদের গাড়ির চালক। অভিযোগ তাঁরা মাপ জোক শুরু করতেই তাদের উপর কয়েক জন দুষ্কৃতী চড়াও হয়। ঘটনায় আহত হন তিনজনই। এরপর সরকারি আধিকারিক ও কর্মীরা সেখান থেকে পালিয়ে বাঁচেন। পরে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে বারাবনি ভূমি রাজস্ব আধিকারিক উদয় শংকর ভট্টাচার্য বলেন,রাজস্ব পরিদর্শক,সরকারি আমিন ও গাড়ি চালকের উপর যে হামলা হয়েছে তা ষড়যন্ত্র ভাবে করা হয়েছে। এই বিষয়ে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।