নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের কল্পতরু মেলায় মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত প্রাক্তন সেনা জওয়ান ও তাঁর বন্ধু। তাঁদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মেলার সাইকেল স্ট্যান্ডের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই প্রাক্তন সেনা জওয়ান ও তাঁর বন্ধু দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে জয়দেব স্বর্ণকার নামে ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান তাঁর এক বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে দুর্গাপুরের কল্পতরু মেলাতে গিয়েছিলেন। সাইকেল স্ট্যান্ডে স্কুটি রেখে মেলা দেখে বেড়িয়ে স্কুটি নিতে গিয়ে বিপত্তি বাধে। অভিযোগ সেই সময় সাইকেল স্ট্যান্ডের কর্মীরা মদ খাচ্ছিল। মেলা প্রাঙ্গনে প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করেন জয়দেববাবু। অভিযোগ এরপরই ওই কর্মীরা জনা কয়েক ছেলেকে ডেকে নিয়ে এসে লাঠিসোটা নিয়ে জয়দেববাবু উপর চড়াও হয়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পাশাপাশি তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন জয়দেববাবুর বন্ধু গৌতম সিং ও তাঁর স্ত্রী চামেলী সিং। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চামেলী দেবীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে দুজনেরই বুকে ও মুখে আঘাত রয়েছে।
এখন প্রশ্ন উঠেছে দুর্গাপুরের কোকওভেন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন দুষ্কৃতীমূলক ঘটনা ঘটলেও কীভাবে তা পুলিশের নজর এড়িয়ে গেল। বিশেষত যেখানে মেলার নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। রয়েছে সিসিটিভি ক্যামেরাও। যার মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই এই ঘটনার জন্য শাসক দলকেই দুষছেন। অন্যদিকে বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় শাসক দল নেতৃত্ব। প্রসঙ্গত দুর্গাপুরের কল্পতরু মেলা দুর্গাপুর সাংস্কৃতিক মেলার ব্যানারে হলেও মেলার আয়োজকদের তালিকায় থাকে তৃণমূল নেতাদের নাম। এবারও রয়েছে।