সংবাদদাতা,দুর্গাপুরঃ- বর্তমানে হোয়াটসঅ্যাপ বলতে গেলে একটি অত্যাবশ্যকীয় অ্যাপে পরিণত হয়েছে। যেটি ছাড়া মোবাইলের কার্যকারিতাই কমে যায় অনেকটা। বার্তা আদান প্রদানের জন্য ব্যবহৃত এই অ্যাপে এখন মানি ট্রান্সফারের মতো সুবিধাও মেলে। এবার এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিপদে পড়লেন দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক ব্যবসায়ী। অভিযোগ হোয়াটসঅ্যাপে পাঠানো একটি লিঙ্কে হাত দিতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সব টাকা। পুরো বিষয়টি জানিয়ে দুর্গাপুর থানার সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী।
জানা গেছে বেনচিতি বাজারে একটি মোবাইল রিচার্জের দোকান রয়েছে সতীশ আগরওয়ালের। মোবাইল রিচার্জ করার পাশাপাশি মানি ট্রান্সফারেরও কাজ করেন তিনি। ব্যবসায়ীর দাবি গত ৩ তারিখ দুপুরে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি কল আসে। সেই সময় তিনি দোকানের কাজে ব্যস্ত থাকায় কলটি ধরতে পারেননি। এরপরই ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ আসে। ম্যাসেজটি খুলে দেখতে গিয়ে অসাবধানতাবশত ম্যাসেজে পাঠানো লিঙ্কে তিনি টাচ করেন। আর তার কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা ডেবিট হয়ে যায়। সতীশ আগরওয়ালের দাবি টাকা কাটার আগে তাঁর অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল ২০২২৬.৩২টাকা। কিন্তু লিঙ্কে হাত দিতেই অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা কেটে নেওয়ার ম্যাসেজ আসে। সঙ্গে সঙ্গে তিনি ব্যাংকে ছুটে যান এবং তাঁদের পরামর্শ অনুযায়ী পুলিশের দ্বারস্থ হন।
ঘটনার পর রীতিমতো আতঙ্কে ভুগছেন ওই ব্যবসায়ী। তাঁর কথায় তাঁদের মতো ছোট ব্যবসায়ীদের অ্যাকাউন্ট থেকে এভাবে টাকা কেটে গেলে কীভাবে ব্যবসা চালাবেন। বিশেষত যাঁরা মোবাইল রিচার্জ ও মানি ট্রান্সফারের মতো ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের তো ইন্টারনেটের উপর নির্ভর করতেই হয়। অন্যদিকে এই ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও। বিশেষত বর্তমান সময়ে যখন হোয়াটসঅ্যাপ সহ একাধিক অ্যাপ প্রায় সবাই ব্যবহার করে থাকেন। প্রশাসনের কাছে এই সব সাইবার অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বাজেরর ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।