eaibanglai
Homeএই বাংলায়এএসপি'র শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে আইএনটিইউসি

এএসপি’র শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে আইএনটিইউসি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– এবার অ্য়ালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হল শ্রমিক সংগঠন আএনটিইউসি। প্রসঙ্গত বহুদিন ধরেই অভিযোগ উঠছে অ্যালয় স্টিলের দুর্গাপুরের প্ল্যান্টের কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হলেও বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করছে না কর্তৃপক্ষ। বিশেষ করে ডিভিএ নিয়ে স্টিল কর্তৃপক্ষ টালবাহনা করেই চলেছে বলে অভিযোগ। চার বছর ধরে ডিভিএ বন্ধ। গত জানুয়ারি থেকে ৯ টা ভিডিএ- এর মধ্যে মাত্র ৩ টি ভিডিএ দেওয়া হয়েছে। বাকি ৬ টা নিয়ে টালবাহানা চলছে। এরকমই ১২ দফা দাবি নিয়ে শুক্রবার বিকেলে এএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করল আই এন টি ইউ সি। এদিনের সভায় শ্রমিকদের দাবি সনদ পেশ করা হয় এএসপি’র এক্সিকিউটিভ ডিরেক্টরের নিকট।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা আই এন টি ইউ সির সভাপতি শ্রী সুভাষ সাহা,রাজ্য আই এন টি ইউ সির সম্পাদক শ্রী বিপ্লব রঞ্জন নাগ, হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রী পরেশ কর্মকার,কোষাধ্যক্ষ তথা রাজ্য সম্পাদক শ্রী বরুণ দাস, এ এস পি ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী বিধান বাউরি সহ সভাপতি শ্রী তপন চক্রবর্তী,সম্পাদক সুরেশ সৌমন্ডল, কোষাধ্যক্ষ শ্রী শিবনাথ ধীবর,দুর্গাপুর সাব ডিভিশন আই এন টি ইউ সির সভাপতি শ্রী দীপ্ত দে, সম্পাদক রাজেশ পাস্বন, ডি টি পি এস ( ডি ভি সি) ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমেন বাউরি, সহ সভাপতি শ্রী রমেস্বর সাও, সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

দ্রুত শ্রমিক কর্মচারীদের দাবিগুলি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments